Issue & Return Policy

সদস্যদের বই পুস্তক ধার নেয়ার মেয়াদ ও পরিমাণ:
১. সদস্য গণ ১৫ (পনের ) দিনের জন্য একসাথে সর্বোচ্চ ২ টি বই ধার নিতে পারবেন। একই বই দ্বিতীয় বারের মতো নবায়ন করে আরো ৭ দিনের জন্য ইস্যু করা যাবে যাবে। বইটির জন্য অন্য কারো অনুরোধ না থাকলে তৃতীয় বারের মত আরো ৭ দিনের জন্য ইস্যু করা যাবে।

     দ্রষ্টব্য: প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, চেয়ারম্যান এবং পরিচালকবৃন্দের ফ্যাকাল্টি মেম্বারদের জন্য বিশেষ ক্ষেত্রে একসাথে     
    সর্বোচ্চ  ১০টি বই ও ৫ টি অডিওভিজ্যুয়াল সামগ্রী ইস্যু করা যাবে। 

বই পুস্তক ইস্যু ও জমা দেয়ার নিয়মাবলী:
সম্প্রতি মেগাটেক পাবলিক লাইব্রেরীর তথ্য সেবা কম্পিউটারাইজড করা হয়েছে। সকল বই ইস্যু ও জমা দেয়ার কাজ https://megatechlibrary.com ওয়েব -সাইটের মাধ্যমে করা হচ্ছে।

https://megatechlibrary.com মাধ্যমে গ্রন্থাগারের সকল বই, রির্পোট ও সিডি/ডিভিডি এর ডাটা কম্পিউটারে এন্ট্রি দেয়া আছে এবং এন্ট্রি অনুযায়ী প্রতিটি বই ও রিপোর্টে একটি ISBN (International Standerd Book Number) নাম্বার দেয়া আছে। ISBN নাম্বার অনুযায়ী বইগুলো সেলফে সাজানো হয়েছে। https://megatechlibrary.com ওয়েব-সাইটের সাহায্যে সার্চ (search) করে কাঙ্খিত বিষয়ের বই ও রিপোর্টের তালিকা দ্রুত বের করা যাবে। উক্ত তালিকায় বইয়ের ISBN নাম্বার, বইয়ের শিরোনাম, লেখক ও প্রকাশকের নাম রয়েছে। সেলফের প্রতি সারিতে MUL নাম্বার এর সিরিয়াল সন্নিবেশিত করা আছে।
ব্যবহার করার নিয়ম-
১. https://megatechlibrary.com ওয়েব-সাইটের সাহায্যে সার্চ (search) অপশন ব্যবহার করে কাঙ্খিত বিষয়ের বই ও রিপোর্টের তালিকা বের করতে হবে।
২. বিষয়ের তালিকা থেকে কাঙ্খিত বইয়ের গঋঘ নাম্বারটি জেনে উক্ত গঋঘ নাম্বার যুক্ত বইটি কোন সেলফে আছে তা নিশ্চিত হয়ে সেলফ থেকে বইটি সংগ্রহ করতে হবে।
৩. সংগৃহীত বই ব্যবহারের পর সেলফে না তুলে টেবিলেই রাখতে হবে।
৪. গ্রন্থাগার ব্যবহারকারীদের পাঠ্য সামগ্রী খুঁজে পাওয়ার সুবিধার্থে অটোলিব সফটওয়্যারের সার্চ ইঞ্জিন কম্পিউটার ল্যাবে উন্মুক্ত রাখা হয়েছে।
৫. সফট ক্যাটালগে দেয়া বই/বিষয়ের বাইরে যে কোন বই/বিষয় খুঁজে পেতে গ্রন্থাগারিকের সাথে যোগাযোগ করতে হবে।
৬. বই পুস্তক সার্চ, ইস্যু ও জমা দেয়ার ক্ষেত্রে প্রযুক্তি সংক্রান্ত যে কোন সমস্যার জন্য সিডিআই এর আইসিটি সেকশনে যোগাযোগ করতে হবে।
৭. গ্রন্থাগার সামগ্রী ইস্যু করা ও জমা দেয়ার সময় অবশ্যই সফটওয়্যারের মাধ্যমে করা হল কিনা তা নিশ্চিত হয়ে নিবেন।
৮. গ্রন্থাগারের পদ্ধতিগত কাজ শেষ না হওয়া পর্যন্ত কোন বই, রিপোর্ট ও সিডি/ডিভিডি ইস্যু করা হবে না।
৯. ছেঁড়া, পোকায় খাওয়া বা অন্য কোনভাবে ক্ষতিগ্রস্তবই মেরামত না হওয়া পর্যন্ত ইস্যু করা হবে না।
১০. সদস্য গণ বই ধার নেবার সময় তা পরীক্ষা করে দেখবেন এবং কোন ত্রæটি-বিচ্যুতি থাকলে গ্রন্থাগারিককে অবহিত করবেন।
১১. জমাদেয়ার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে বিশেষ প্রয়োজনবশত: বই ফেরত চাওয়া হলে সদস্যগণ তা ফেরত দিতে বাধ্য থাকবেন।
১২. মেয়াদ শেষ হওয়া মাত্রই ইস্যুকৃত বই ফেরত দিতে হবে।
১৩. ইস্যুকৃত বই ফেরত না দেওয়া পর্যন্ত নতুন বই ইস্যু করা হবে না।