নিয়মকানুন:
বিভিন্ন লাইব্রেরী ব্যবহারের নিয়ম বিভিন্ন। সাধারণ নিয়ম হচ্ছে পাঠক সেলফ থেকে বই সংগ্রহ করবেন কিন্তু সেলফে রাখবেন না। লাইব্রেরীর কর্মীগণ যথাস্থানে রাখবেন যাতে পরবর্তীতে সেটি সহজে খুঁজে পাওয়া যায়। অবশ্য অনেক লাইব্রেরীর নিয়ম হচ্ছে পাঠক ক্যাটালগ দেখে বলবেন তার কোন বই প্রয়োজন, এরপর তাকে নামিয়ে দেয়া হবে। পাঠক কখনোই সেলফ পর্যন্ত যাবেন না। অন্য বই কিংবা ব্যাগ নিয়ে লাইব্রেরীতে প্রবেশ করতে দেয়া হয় না।
লাইব্রেরী ব্যবহারের সাধারণ কিছু নিয়ম:
১. গ্রন্থাগারের অভ্যন্তরে ব্যাগ, কোন প্রকার বই ও মলাট বাঁধানো খাতা নিয়ে প্রবেশ করা যাবে না।
২. কোন প্রকার খাদ্যদ্রব্য(পানি ব্যতিত) নিয়ে প্রবেশ নিষিদ্ধ।
৩. সবসময় নীরবতা বজায় রাখতে হবে।
৪. পাঠ্য বই, ম্যাগাজিন ও অন্য কিছুর পাতা কাঁটা/ছেঁড়া যাবে না।
৫. মূল্যবান সামগ্রী, নগদ অর্থ, মোবাইল ও অন্যান্য জিনিস নিজ দায়িত্বে রাখতে হবে।
৬. এক সেলফের বই অন্য সেলফে রাখা যাবে না।
৭. মোবাইল ফোন বন্ধ রাখতে হবে।
৮. গ্রন্থাগারের ভিতরে ধুমপান করা এবং ঘুমানো নিষিদ্ধ।
৯. কোনো বইয়ের ছবি তোলা যাবে না।
পাঠকক্ষ ব্যবহারের নিয়মাবলী:
১. গ্রন্থাগারের অভ্যন্তরে প্রবেশের সময় ব্যাগ, ছাতা, ব্যক্তিগত বই-পুস্তক ইত্যাদি যাবতীয় জিনিসপত্র গ্রন্থাগারিকের কাছে জমা রাখতে হবে।
২. গ্রন্থাগারে প্রবেশের পর রেজিস্টার খাতায় ব্যবহারকারীর নাম, পদের নাম এবং ব্যবহৃত বিষয়ের নাম লিখে সাক্ষর করতে হবে।
৩. গ্রন্থাগারে নীরবতা পালন করতে হবে এবং অন্যান্য পাঠকের অসুবিধা সৃষ্টি হয় এমন শব্দ বা কাজ করা যাবে না।
৪. ব্যবহারের সময় কোন বই বা অন্যান্য তথ্য সামগ্রীর ক্ষতি করলে এর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
৫. ইস্যু করা ছাড়া কোন পাঠ্যসামগ্রী গ্রন্থাগারের বাইরে নেয়া যাবে না।
৬. ব্যবহারের পর পাঠ্যসামগ্রী টেবিলের উপরেই থাকবে ; ব্যবহারকারী কোনক্রমেই এগুলো সেলফে তুলবে না। শুধুমাত্র গ্রন্থাগার কর্মীবৃন্দ টেবিলে রাখা বইপত্র সেলফে তুলে রাখবে।
৭. গ্রন্থাগারের বইয়ে কোনরকম দাগ দেয়া যাবে না; লেখা, পৃষ্ঠা কাটা, ভাঁজ করা বা অন্য কোনভাবে বইয়ের ক্ষতি করা যাবে না।